উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে এমন সমস্যার সম্মুখীন হচ্ছেন? জরুরী কাজের সময় হঠাৎ মোবাইল হটস্পট বন্ধ হয়ে গেলে কাজ যেমন ব্যহত হয় তেমনি পড়তে হয় নানা বিড়ম্বনায়।

উইন্ডোজ-১০-মোবাইল-হটস্পট-বারবার-বন্ধ-হয়ে-যাচ্ছে

আজকের ব্লগ পোস্টে আমরা জানব উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাব্য কারণ, সেটিংস ঠিক করার পদ্ধতি, ড্রাইভার যথাযথ আপডেট, পাওয়ার ম্যানেজমেন্ট ও নেটওয়ার্ক টিপস সহ কার্যকরী সব সমাধান।

পেইজ সূচিপত্রঃ উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে এমন সমস্যা এখন প্রায়শই শোনা যায়। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে ইন্টারনেট শেয়ারিং করার জন্য মোবাইল হটস্পট একটি চমৎকার ফিচার হলেও ব্যবহারকারীরা প্রায়ই এই সাধারণ সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেক সময় মোবাইল হটস্পট অন করার কিছুক্ষণ পরেই তা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে ইন্টারনেট শেয়ারিং যেমন মারাত্মকভাবে ব্যাহত হয় তেমনি কাজের ক্ষেত্রে ঘটছে বিড়ম্বনা।

এই সমস্যাটি ল্যাপটপ বা ডেস্কটপ উভয় ক্ষেত্রেই দেখা যায়। বিশেষ করে যখন একাধিক ডিভাইস সংযুক্ত থাকে তখন সমস্যা বেশি হয়। তবে উইন্ডোজ ১০ এর এই সমস্যাটি মূলত ল্যাপটপ ব্যবহারকারীদের ক্ষেত্রে বেশি দেখা যায় কারণ ল্যাপটপের ব্যাটারির পাওয়ার সেভ করার জন্য সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক অ্যাডাপ্টার বন্ধ করে দেয় এবং সাথে সাথে মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যায়। ব্যবহারকারীরা তখন বিরক্তিকর অভিজ্ঞতার সম্মুখীন হন।

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট কী এবং এর কার্যপদ্ধতি

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট হলো একটি বিল্ট-ইন ফিচার যা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে সেটআপ করা থাকে। মোবাইল হটস্পট দিয়ে সাধারণত কম্পিউটারের ইন্টারনেট অন্য ডিভাইসে শেয়ার করতে যায়। এটি মূলত Wi-Fi বা Ethernet সংযোগকে ওয়্যারলেস হটস্পটে রূপান্তর করে। বাসা বাড়ি বা অফিসে যারা একাধিক ডিভাইস ব্যবহার করেন তারা সাধারণত এই পদ্ধতিতে একটি কম্পিউটারকে মূল ইন্টারনেট সরবরাহকারী সোর্স হিসেবে রেখে অন্য ডিভাইস গুলো এর সাথে সংযুক্ত করে ব্যবহার করেন।

এই ফিচারটি চালু করলে ব্যবহৃত ল্যাপটপ বা ডেস্কটপ একটি রাউটারের মতো কাজ করে। তখন মোবাইল, ট্যাব বা অন্য ল্যাপটপ সরাসরি রাউটারের সাথে কানেক্ট না করে সহজেই এর সাথে কানেক্ট করে ইন্টারনেট ব্যবহার করা যায়। মোবাইল হটস্পটের এরূপ ব্যবহার একদিকে যেমন নিরাপদ অন্যদিকে ডিভাইস ম্যানেজ করাও অনেক সহজ।

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হওয়ার কারণ

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হওয়ার অন্যতম প্রধান কারণ হলো পাওয়ার সেভিং ফিচার। উইন্ডোজ ১০ স্বয়ংক্রিয়ভাবে পাওয়ার সেভিং করার জন্য কিছু নেটওয়ার্ক ফাংশন বন্ধ করে দেয়। এতে করে হঠাৎ হটস্পট বন্ধ হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো নেটওয়ার্ক ড্রাইভার আপডেট না থাকা। নেটওয়ার্ক ড্রাইভার আপডেট না করলে পুরোনো ড্রাইভার সঠিকভাবে কাজ না করায় হটস্পট স্থিতিশীল থাকে না। ফলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এছাড়া আপডেট উইন্ডোজ ব্যবহার না করা, ভুল নেটওয়ার্ক কনফিগারেশন, অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল, ডাইরেক্ট কানেকশন বা ভার্চুয়াল অ্যাডাপ্টার সমস্যা, ব্লুটুথ সংযোগের সাথে হটস্পটের সংঘর্ষ এবং থার্ড-পার্টি সফটওয়্যার সহ বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়্যার উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়া সমস্যার জন্য দায়ী হতে পারে। সঠিক কারণ শনাক্ত করা গেলে সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব।

পাওয়ার সেভিং মোডের কারণে হটস্পট বন্ধ হওয়া সমাধান 

উইন্ডোজ-১০-মোবাইল-হটস্পট-বারবার-বন্ধ-হয়ে-যাচ্ছে

পাওয়ার সেভিংস মোড উইন্ডোজ ১০ এর একটি বিশেষ বৈশিষ্ট্য যা কম্পিউটার বিশেষ করে ল্যাপটপের ব্যাটারি লাইফ দীর্ঘায়িত করতে সাহায্য করে। কিন্তু এই পাওয়ার সেভিংস মোড-ই মূলত হটস্পট বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ। উইন্ডোজ ১০ এ পাওয়ার সেভিং মোড চালু থাকলে সেক্ষেত্রে সিস্টেম অপ্রয়োজনীয় সেটিংস বা সেবা বন্ধ করে দেয়। মোবাইল হটস্পটকেও অনেক সময় অপ্রয়োজনীয় সেটিংস মনে করে সেটি বন্ধ করে দেয়। তখন ইন্টারনেট শেয়ারিং বন্ধ হয়ে যায়। 

ল্যাপটপে ব্যাটারি মোডে কাজ করার সময় এই সমস্যা বেশি দেখা যায়। ব্যাটারি বাঁচানোর জন্য নেটওয়ার্ক অ্যাডাপ্টার সীমিত হয়ে পড়ে এবং হটস্পট বন্ধ হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য ডিভাইসের পাওয়ার অপশন সেটিংস পরিবর্তন করতে হবে। ল্যাপটপের পাওয়ার ম্যানেজমেন্ট অপশনে গিয়ে সেটিংস এর কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে হবে যা সিস্টেমকে সবসময় সচল রাখতে সাহায্য করবে। এর ফলে উইন্ডোজ আর আপনার অনুমতি ছাড়া নেটওয়ার্ক অ্যাডাপ্টার বন্ধ করতে পারবে না।

আপনার ডিভাইসের পাওয়ার অপশন সেটিংস পরিবর্তন করতে প্রথমে আপনাকে কম্পিউটারের 'ডিভাইস ম্যানেজার এই অপশনটি' ওপেন করতে হবে এবং সেখান থেকে নেটওয়ার্ক অ্যাডাপ্টার খুঁজে বের করতে হবে। নেটওয়ার্ক অ্যাডাপ্টার লিস্ট থেকে ওয়াইফাই অ্যাডাপ্টারটি সিলেক্ট করে এরপর প্রপার্টিজে গিয়ে পাওয়ার ম্যানেজমেন্ট ট্যাবটি খুঁজে বের করতে হবে। সেখানে গিয়ে একটি অপশন পাবেন যার নাম 'Allow the computer to turn off this device to save power' এই অপশনের টিক চিহ্ন তুলে দিয়ে আনচেক বা আনটিক করতে হবে।

পাওয়ার সেটিংসের পাশাপাশি আপনাকে উইন্ডোজের মূল সেটিংস অ্যাপ থেকেও মোবাইল হটস্পটের পাওয়ার সেভিং অপশনটি চেক করতে হবে। উইন্ডোজ ১০ এর বর্তমান সংস্করণগুলোতে হটস্পট সেটিংসে আলাদা বাটন থাকে যা অন্য কোন ডিভাইস কানেক্টেড না থাকলে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল হটস্পট বন্ধ করে দেয়। যদি আপনার ডিভাইসে এই ফিচারটি চালু থাকে তাহলে সেটি বন্ধ করে দিতে হবে। এই ধাপটি সম্পন্ন করলে আপনার সিস্টেমে একটি স্থির নেটওয়ার্ক সংযুক্ত হবে। 

নেটওয়ার্ক অ্যাডাপ্টার ড্রাইভার আপডেট এবং পুনরায় ইনস্টল

নেটওয়ার্ক অ্যাডাপ্টার ড্রাইভার মূলত একটি সফটওয়্যার যা সাধারণত হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। তবে পুরোনো বা ভুল ড্রাইভার অনেক সময় হটস্পট ফিচারের সঙ্গে সঠিকভাবে কাজ করতে পারে না। এর ফলে সংযোগ স্থির থাকে না। ফলে উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যায় এবং ব্যবহারকারীর ইন্টারনেট শেয়ারিং ব্যাহত হয়। 

আপনি যদি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকেন এবং যদি কম্পিউটারের এই ড্রাইভারটি পুরনো হয়ে যায় অথবা কোনোভাবে করাপ্টেড বা নষ্ট হয়ে যায়, তাহলে আপনার কম্পিউটারেও মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়া এমন সমস্যা হতে পারে এবং ইন্টারনেট শেয়ারিং ব্যাহত হতে পারে। এমন সমস্যার ক্ষেত্রে আপনার উচিৎ হবে ড্রাইভার আপডেট করা এবং নতুন উইন্ডোজ আপডেটের সাথে তাল মিলিয়ে নিয়মিত ড্রাইভারগুলো আপডেট রাখা যাতে সব ফিচার সঠিকভাবে কাজ করে।

আপনার ব্যবহৃত ল্যাপটপ বা ডেস্কটপ এর ড্রাইভার আপডেট করার জন্য আপনি ‘ডিভাইস ম্যানেজার’ সেটিংস ব্যবহার করতে পারেন অথবা সরাসরি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ প্রস্তুতকারক কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। ডিভাইস ম্যানেজারে গিয়ে আপনার নেটওয়ার্ক অ্যাডাপ্টারের ওপর মাউসের রাইট বাটন ক্লিক করে 'Update driver' অপশনটি সিলেক্ট করলে উইন্ডোজ অনলাইনে লেটেস্ট ড্রাইভার সফটওয়্যার সার্চ করবে। এরপর ড্রাইভারটি ডাউনলোড করে ইন্সটল করতে হবে।

যদি কোন কারণে উইন্ডোজ আপডেট ড্রাইভারটি খুঁজে না পায়, সেক্ষেত্রে ম্যানুয়ালি আপনাকে আপনার কম্পিউটার বা মাদারবোর্ডের মডেল নম্বর অনুযায়ী ড্রাইভার ডাউনলোড করে নিতে হবে। তবে অনেক সময় ড্রাইভার আপডেট করার চেয়ে পুরনো ড্রাইভারটি আনইনস্টল করে পুনরায় নতুন করে ইনস্টল করা বেশি কার্যকর। কারণ এতে পুরনো কনফিগারেশনের যত ফাইল থাকে সেগুলো সব মুছে যায় এবং নতুন করে ফ্রেশ ফাইল সিস্টেমে যোগ হয় যা আপনার কম্পিউটারের পারফরম্যান্স বৃদ্ধি করে।

ড্রাইভার পুনরায় ইনস্টল করার সময় খেয়াল রাখবেন যেন এটি আপনার ব্যবহৃত উইন্ডোজ ১০ এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। কেননা ভুল ড্রাইভার ইনস্টল করলে নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ড্রাইভার ইনস্টল করা হয়ে গেলে কম্পিউটার রিস্টার্ট দেওয়া খুবই জরুরি। রিস্টার্ট দিলে ড্রাইভার দ্রুত লোড নিয়ে সঠিকভাবে সেটআপ হয়ে যাবে । আপনি যদি উইন্ডোজ ১০ এর বিল্ট-ইন ড্রাইভার ব্যবহার করে থাকেন, তবে সেটিই ব্যবহারের চেষ্টা করবেন। কারণ এটি সাধারণ ড্রাইভারের চেয়ে বেশি উন্নত এবং বাগ মুক্ত।

নেটওয়ার্ক শেয়ারিং সার্ভিস বন্ধ থাকলে করণীয়

মোবাইল হটস্পট চালু রাখতে নেটওয়ার্ক শেয়ারিং সার্ভিস অ্যাক্টিভ থাকা জরুরী। যেমন: Internet Connection Sharing (ICS)। যদি ডিভাইসে কোন কারণে এই সার্ভিসটি অটোমেটিকভাবে স্টার্ট না হয় বা বন্ধ থাকে, তাহলে হটস্পট স্থায়ীভাবে কাজ করা বন্ধ করে দেয়। এ কারণে উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে এমন সমস্যার সমাধানে নেটওয়ার্ক শেয়ারিং সার্ভিস সেটিংস পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার ব্যবহার করা ল্যাপটপ বা ডেস্কটপে যদি নেটওয়ার্ক শেয়ারিং সার্ভিস বন্ধ থাকে বা অটো স্টার্ট না হয় এবং আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে অন্যান্য ডিভাইসে ইন্টারনেট শেয়ার করতে ব্যর্থ হন তবে সেটিংস থেকে এই সার্ভিসটি অন করে দিন।  তাহলে পুনরায় আপনার ডিভাইস গুলোর মধ্যে ইন্টারনেট সংযোগ স্থাপন হবে এবং আপনি আপনার কাজ নির্বিঘ্নে করতে পারবেন।

নেটওয়ার্ক রিসেট করার গুরুত্ব ও রিসেট পদ্ধতি

নেটওয়ার্ক শেয়ারিং সার্ভিস অন করার পরও যদি নেটওয়ার্ক শেয়ারিং ব্যাহত হয় তাহলে নেটওয়ার্ক কনফিগারেশন ঠিক আছে কিনা যাচাই করতে হবে। কেননা নেটওয়ার্ক কনফিগারেশন যদি এলোমেলো হয় তাহলে হটস্পট সঠিকভাবে কাজ করে না। এই অবস্থায় নেটওয়ার্ক রিসেট একটি কার্যকর পদ্ধতি। নেটওয়ার্ক রিসেট করলে সব অ্যাডাপ্টার ও সেটিংস আগের মতো ডিফল্ট অবস্থায় ফিরে আসে। এতে অনেক লুকানো সমস্যা ঠিক হয়ে যায়।

আপনার ব্যবহৃত উইন্ডোজ ১০ ডিভাইসেও যদি এমন সমস্যা হয় যে নেটওয়ার্ক শেয়ারিং সার্ভিস অন করার পর তা থেকে অন্যান্য ডিভাইসে নেটওয়ার্ক শেয়ার করা সম্ভব হচ্ছে না তাহলে সেটিংস অপশন থেকে নেটওয়ার্ক রিসেট করা উত্তম হবে।হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়া এমন সমস্যা সমাধানে এটি একটি নিরাপদ ও সহজ উপায়।

উইন্ডোজ আপডেট করে অটোমেটিক বাগ ফিক্স করা

মাইক্রোসফট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য নিয়মিত এর সিকিউরিটি প্যাচ এবং বাগ ফিক্স আপডেট রিলিজ করে থাকে যা উইন্ডোজ সিস্টেমের বিভিন্ন ত্রুটি দূর করতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় যে কোনো নির্দিষ্ট উইন্ডোজ আপডেটের পরও হটস্পট বারবার বন্ধ হওয়ার সমস্যা দেখা যায় অথবা পুরনো ভার্সনে বাগ থাকার কারণে এই সমস্যাটি থেকে যায়। 

মাইক্রোসফট যখন এই ধরণের কোনো ত্রুটি বা বাগের কথা জানতে পারে, তখন তারা পরবর্তী সংস্করণেসেই বাগ সমাধান করার চেষ্টা করে থাকে। তাই উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য সবসময় লেটেস্ট ভার্সনে আপডেট রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা সাধারণ অনেক সমস্যা নিজে থেকেই ঠিক করে দেয়। আপনার ডিভাইসের আপডেট চেক করার জন্য সেটিংসের 'Update & Security' অপশনে গিয়ে 'Check for updates' বাটনে ক্লিক করতে হবে এবং প্রয়োজনীয় ফাইলগুলো ইনস্টল করতে হবে।

উইন্ডোজ আপডেট করার সময় মেইন আপডেট করার পাশাপাশি বরং 'Optional Updates' বা 'Driver Updates' গুলোও আপডেট দিতে হবে সেখানে হার্ডওয়্যার সংক্রান্ত অনেক সমাধান থাকে। অনেক সময় নেটওয়ার্ক অ্যাডাপ্টারের লেটেস্ট ড্রাইভার উইন্ডোজ আপডেটের দেওয়ার মাধ্যমে আপডেট হয় যা হটস্পট স্ট্যাবিলিটি বাড়ায়। উইন্ডোজ আপডেট ডাউনলোড এবং ইনস্টল হওয়ার সময় কম্পিউটার কয়েকবার রিস্টার্ট নেয়। আপডেট শেষ হওয়ার পর আপনার সিস্টেমের পারফরম্যান্স অটোমেটিক বৃদ্ধি পাবে এবং হটস্পট বারবার বন্ধ হওয়ার সমস্যাটিও আর নেই। 

উইন্ডোজ আপডেট করার সময় খেয়াল রাখতে হবে আপনার ইন্টারনেট সংযোগটি যেন স্থিতিশীল থাকে যাতে করে কোনো ফাইল ডাউনলোডের সময় করাপ্টেড না হয়ে যায় বা কোন ত্রুটি না থেকে যায়। আপডেটের পর সেটিংস অপশনে গিয় চেক করে দেখুন যে পাওয়ার ম্যানেজমেন্ট সেটিংসগুলো ঠিকমতো কাজ করছে কিনা।তাই আপনিও যদি হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়া সমস্যার সম্মুখীন হোন তাহলে দ্রুত আপনার উইন্ডোজ ভার্সন টি আপডেট করে নিন এবং আধুনিক ফিচারগুলোর সুবিধা উপভোগ করুন।

অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল সেটিংসের কারণে সৃষ্ট সমস্যা সমাধান

আমরা সাধারণত আমাদের কম্পিউটারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অ্যান্টিভাইরাস এবং ফায়ারওয়াল ব্যবহার করে থাকি। এগুলো অনেক গুরুত্বপূর্ণ হলেও মাঝে মাঝে এরা নেটওয়ার্ক ট্র্যাফিককে ব্লক করে দেয়। বিশেষ করে যখন আমরা মোবাইল হটস্পটের মাধ্যমে অন্য ডিভাইসে ইন্টারনেট শেয়ার করি, তখন ফায়ারওয়াল এটিকে একটি অনিরাপদ সংযোগ মনে করে স্বয়ংক্রিয়ভাবে হটস্পট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং ডাটা ট্রান্সফার সীমিত করে দেয়।

তাই হটস্পট বারবার বন্ধ হয়ে গেলে অ্যান্টিভাইরাস বা উইন্ডোজের ডিফল্ট ফায়ারওয়াল সেটিংস পরীক্ষা করে দেখা উচিত। সমস্যা সমাধানের জন্য আপনি আপনার অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল সাময়িকভাবে বন্ধ করে পরীক্ষা করে দেখতে পারেন যে হটস্পট ঠিকমতো কাজ করছে কিনা। বন্ধ করার পর যদি দেখেন যে হটস্পট আর বন্ধ হচ্ছে না, তাহলে বুঝবেন সমস্যাটি আপনার সিকিউরিটি সফটওয়্যারেই রয়েছে। সেক্ষেত্রে ফায়ারওয়ালের সেটিংসে গিয়ে 'Mobile Hotspot' অথবা 'Network Sharing' কে এক্সসেপশন লিস্ট বা হোয়াইটলিস্টে যোগ করে দিবেন। 

এক্সসেপশন লিস্ট বা হোয়াইটলিস্টে যোগ করলে ফায়ারওয়াল আপনার হটস্পট সংযোগকে আর অনিরাপদ মনে করবে না। ফলে সিকিউরিটি বজায় থাকবে এবং হটস্পট ঠিকমতো কাজ করবে। অনেক সময় প্রিমিয়াম অ্যান্টিভাইরাসগুলোতে থাকা নিজস্ব ফায়ারওয়াল উইন্ডোজের ফায়ারওয়ালের সাথে সংঘর্ষ তৈরি করার কারণেও হটস্পট বারবার বন্ধ হয়ে যেতে পারে এটি খেয়াল রাখতে হবে। শুধু সঠিক কনফিগারেশন সম্পন্ন করতে পারলেই আপনার ডিভাসের হটস্পট বন্ধ হওয়া সমস্যার সমাধান হয়ে যাবে।  

ফায়ারওয়াল সেটিংস পরিবর্তনের সময় অবশ্যই সতর্ক থাকবেন যেন ভুল করে কোনো গুরুত্বপূর্ণ সিকিউরিটি পোর্ট ওপেন হয়ে না যায়। উইন্ডোজ ১০ এর ক্ষেত্রে সিস্টেমের অভ্যন্তরীণ ফায়ারওয়াল সেটিংস-ই মূলত এই সমস্যার মূল কারণ। তাই ফায়ারওয়াল সেটিংস-এ শুধু হটস্পট শেয়ারিং এর জন্য প্রয়োজনীয় পারমিশনগুলো অন করে দিলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

ওয়াইফাই সেটিংসে আইপি অ্যাড্রেস কনফিগারেশন ত্রুটি দূর করা

ওয়াইফাই সেটিংসে আইপি অ্যাড্রেস কনফিগারেশন ত্রুটি থাকার কারণে অনেক সময় মোবাইল হটস্পট বন্ধ হয়ে যায়। আপনার কম্পিউটার যখন অন্য ডিভাইসের সাথে ইন্টারনেট শেয়ার করে, তখন এটি একটি নির্দিষ্ট আইপি রেঞ্জ ব্যবহার করে যা মাঝে মাঝে রাউটারের সাথে মিলে যেতে পারে। যদি আইপি অ্যাড্রেস ম্যানুয়ালি সেট করা হয়ে থাকে এবং সেটি যদি হটস্পটের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, তবে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ইন্টারনেট শেয়ারিং ব্যাহত হয়।

আপনার কম্পিউটারের নেটওয়ার্ক অ্যাডাপ্টার প্রপার্টিজে গিয়ে চেক করে দেখবেন যে 'Obtain an IP address automatically' অপশনটি অন করা আছে কিনা। এই অপশনটি অন করা না থাকলে অন করে দিবেন তাহলে সিস্টেম নিজের মতো করে আইপি এড্রেস বেছে নিবে এবং সংঘর্ষ এড়িয়ে কম্পিউটার ও রাউটারের মধ্যে হটস্পট এর সামঞ্জস্য রেখে সংযোগ বজায় রাখবে। 

আইপি সেটিংস চেক করতে আপনার ডিভাইসের কন্ট্রোল প্যানেল থেকে 'Network and Sharing Center' এ যান এবং সেখান থেকে আপনার একটিভ নেটওয়ার্ক কানেকশনের প্রপার্টিজে প্রবেশ করুন। সেখানে 'Internet Protocol Version 4 (IPv4)' সিলেক্ট করে প্রপার্টিজ বাটনে ক্লিক করলে আপনি আইপি এবং ডিএনএস এর ঘর দেখতে পাবেন। সেখানে আগে থেকে কোনো সংখ্যা বসানো থাকলে সেগুলো মুছে দিয়ে অটোমেটিক অপশনটি সিলেক্ট করুন। তাহলে আইপি কনফিগারেশন ঠিক হয়ে যাবে।  

আইপি কনফিগারেশন করার পাশাপাশি গুগল ডিএনএস (8.8.8.8) ব্যবহার করতে পারেন। এটি সংযোগের স্থায়িত্ব বাড়াতে সাহায্য করে। তবে সবসময় অটোমেটিক অপশনটি ব্যবহার করবেন। কারন এতি নিরাপদ এবং লোকাল নেটওয়ার্কের সাথে ভালো মানিয়ে নিতে পারে যা হটস্পটের জন্য প্রয়োজন। এই সেটিংসটি চালু থাকলে আপনার ডিভাইসগুলো দ্রুত কানেক্ট হবে এবং বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝামেলা অনেক কমে যাবে যা আপনাকে স্বস্তি দেবে। 

ব্লুটুথ সংযোগের সাথে হটস্পটের সংঘর্ষ এড়িয়ে চলা

ব্লুটুথ সংযোগের সাথে হটস্পটের সংঘর্ষ ঘটলে অনেক সময় সিগন্যাল জ্যাম তৈরি হয় এবং এই কারণে মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যায়। এই ঘটনা ঘটার কারণ হলো ব্লুটুথ এবং ওয়াইফাই একই ফ্রিকোয়েন্সি ব্যান্ড (২.৪ গিগাহার্টজ) ব্যবহার করে। যদি আপনার কম্পিউটারে ব্লুটুথ কানেকশন অন থাকে এবং আপনি একই সাথে মোবাইল হটস্পট ব্যবহার করেন, তাহলে এদের মধ্যে সিগন্যাল সংঘর্ষ ঘটে এবং এই সমস্যার জন্য বারবার  মোবাইল হটস্পট বন্ধ হয়ে যায়। 

হটস্পট বন্ধ হওয়ার সমস্যাটি যখন দেখা দেয়, তখন একবার ব্লুটুথ অফ করে পরীক্ষা করে দেখুন যে সংযোগটি স্থিতিশীল থাকে কিনা। ব্লুটুথ সংযোগের সাথে হটস্পটের সংঘর্ষ সাধারণত পুরনো ওয়াইফাই কার্ডের ক্ষেত্রে বেশি দেখা যায় যেখানে ব্লুটুথ এবং ওয়াইফাই একই চিপ ব্যবহার করে। তবে আপনি আপনার ডিভাইসের হটস্পট সেটিংস থেকে ফ্রিকোয়েন্সি ব্যান্ড পরিবর্তন করে ৫ গিগাহার্টজ (5GHz) করে দিতে পারেন যা ব্লুটুথের সাথে সংঘর্ষ করবে না এবং হটস্পট বন্ধ হবে না। 

৫ গিগাহার্টজ ব্যান্ড অনেক বেশি শক্তিশালী ও ক্লিয়ার এবং এটি দ্রুত ডাটা আদান-প্রদান করতে সক্ষম যা আধুনিক স্মার্টফোনগুলোতে খুব ভালো কাজ করে। তবে সব ডিভাইস ৫ গিগাহার্টজ সাপোর্ট করে না। তাই আপনার কানেক্ট করা ডিভাইসগুলো ৫ গিগাহার্টজ সাপোর্ট সম্পন্ন কিনা চেক করে নিবেন। যদি ৫ গিগাহার্টজ ব্যবহার করা সম্ভব না হয়, তবে ব্লুটুথ অফ রাখবেন। সমস্যা দূরীকরণে এটিই হবে আপনার জন্য সবচেয়ে সহজ এবং বুদ্ধিমান সমাধান।

ব্লুটুথ মাউস বা হেডফোন ব্যবহার করার সময় যদি হটস্পট বারবার বন্ধ হয়ে যায় তাহলে বুঝবেন সিগন্যাল সংঘর্ষই মূল সমস্যা। যদি আপনি ব্লুটুথ অফ করতে না পারেন, সেক্ষেত্রে চেষ্টা করুন আপনার কম্পিউটার এবং সংযুক্ত ডিভাইসগুলোর দূরত্ব কমিয়ে আনতে যাতে সিগন্যাল শক্তিশালী হয়। সিগন্যাল যত শক্তিশালী হবে সংঘর্ষের প্রভাব তত কমবে এবং সংযোগটি দীর্ঘক্ষণ স্থায়ী হবে যা আপনার কাজের ধারাবাহিকতা বজায় রেখে আপনাকে স্বস্তি প্রদান করবে।

VPN ব্যবহারে ইন্টারনেট শেয়ারিং ব্লক সমস্যা সমাধান

আমরা অনেকেই বিভিন্ন কাজে এবং বিভিন্ন ওয়েবসাইটের এক্সেস নেওয়ার জন্য ফ্রি ভিপিএন (VPN) ব্যবহার করে থাকি। তবে এসব ফ্রি ভিপিএন অনেক সময় ইন্টারনেট শেয়ারিং ব্লক করে দেয়। এতে হটস্পট চালু থাকলেও সংযোগ স্থায়ী না হয়ে বারবার ড্রপ করে এবং ব্যবহৃত কম্পিউটারের সাথে অন্যান্য ডিভাইসগুলোর ইন্টারনেট শেয়ারিং সেবার ব্যাঘাত ঘটে।

ইন্টারনেট শেয়ারিং ব্লক সমস্যা সমাধানের জন্য ফ্রি ভিপিএন ব্যবহার বন্ধ করতে হবে। চেষ্টা করবেন সবসময় পেইড ভিপিএন ব্যবহার করার এবং যে সকল ওয়েবসাইট নিরাপদ সেই সকল ওয়েবসাইট ভিজিট করার। তাহলে একদিকে যেমন হটস্পট বন্ধ হওয়ার সমস্যা সমাধান হবে অপরদিকে আপনি হ্যাকিং এর মত মারাত্মক সাইবার হামলা থেকে পরিত্রাণ পাবেন।

ডাইরেক্ট কানেকশন বা ভার্চুয়াল অ্যাডাপ্টার সমস্যার সমাধান

ভার্চুয়াল নেটওয়ার্ক অ্যাডাপ্টার উইন্ডোজ ১০ এর একটি বিল্ড-ইন ফিচার যা মূলত ফিজিক্যাল ওয়াইফাই কার্ডের একটি অংশ। যখন এই ভার্চুয়াল অ্যাডাপ্টারটি সঠিকভাবে লোড হতে পারে না বা এর কনফিগারেশনে ত্রুটি দেখা দেয় তখন হটস্পট বন্ধ হয়ে যায়। ডিভাইস ম্যানেজারে গিয়ে 'Hidden Devices' অপশনটি চালু করলে 'Microsoft Wi-Fi Direct Virtual Adapter' অপশনটি দেখা যায়। এই অ্যাডাপ্টারটি যদি কোন কারণে ডিজেবল বা বন্ধ করা থাকে, তবে হটস্পট চালু থাকলেও ইন্টারনেট শেয়ারিং বেশিক্ষণ স্থায়ী হয় না।

ভার্চুয়াল অ্যাডাপ্টার রিসেট করা এই সমস্যার একটি কার্যকর সমাধান। ভার্চুয়াল অ্যাডাপ্টারটি মেরামত করতে প্রথমে ডিভাইস ম্যানেজারে গিয়ে ভিউ মেনুতে যান এবং সেখান থেকে 'Show hidden devices' সিলেক্ট করে নিন যাতে সব লুকানো ড্রাইভার দেখা যায়। তারপর নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেকশনে থাকা ভার্চুয়াল অ্যাডাপ্টারটি মাউসে রাইট ক্লিক করে একবার ডিজেবল করে পুনরায় তা এনাবল করুন। এটি করলে ড্রাইভারটি রিফ্রেশ হবে এবং কোনো সাময়িক ত্রুটি থাকলে স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে সংযোগকে শক্তিশালী করবে।

রিসেট করা পরও যদি কাজ না হয়, তাহলে ড্রাইভারটি আনইনস্টল করুন এবং কম্পিউটার রিস্টার্ট দিন। উইন্ডোজ নিজে থেকেই নতুন করে ড্রাইভারটি ইনস্টল করে নেবে। আগের ড্রাইভারটিতে যদি কোন ফাইল মিসিং থাকে বা কোন ত্রুটি থাকে তাহলে নতুন করে ইন্সটল হওয়া ড্রাইভারটিতে তার সমাধান হয়ে যাবে এবং হটস্পট সেবা পুনরায় চালু হয়ে ইন্টারনেট সেবা চলমান থাকবে। আপনি আবার আগের মত কোন সমস্যা নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারবেন। 

অনেক সময় আমাদের কম্পিউটারে একাধিক ভার্চুয়াল অ্যাডাপ্টার তৈরি হয়ে যায়। এগুলো একে অপরের সাথে আইপি অ্যাড্রেস বা কনফিগারেশন নিয়ে সংঘর্ষ ঘটায়। যদি আপনি ডিভাইস ম্যানেজারে গিয়ে ভার্চুয়াল অ্যাডাপ্টার লিস্টে অনেকগুলো 'Direct Virtual Adapter' দেখেন, তবে অপ্রয়োজনীয়গুলো ডিলিট করে দিবেন। ত্রুটিমুক্ত নেটওয়ার্ক লিস্ট আপনার কম্পিউটারের ডাটা ট্রান্সফার রেট বাড়াতে এবং হটস্পট স্ট্যাবিলিটি নিশ্চিত করতে সহায়তা করে।

মোবাইল হটস্পট সেটিংসের অ্যাডভান্সড অপশন যাচাই করা

উইন্ডোজ ১০ এর মোবাইল হটস্পট সেটিংসে কিছু অ্যাডভান্সড অপশন থাকে যা সঠিক সংযোগ নিশ্চিত করতে সহায়তা করতে পরীক্ষা করার প্রয়োজন হয়। এগুলোর একটি 'Share my Internet connection over' অপশন যেখানে আপনি সিলেক্ট করে জানতে পারবেন আপনি ওয়াইফাই নাকি ইথারনেট থেকে ইন্টারনেট শেয়ার করছেন। যদি ভুল সোর্স সিলেক্ট করা থাকে, তবে হটস্পট চালু হলেও ইন্টারনেট কাজ করবে না এবং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে হটস্পট বন্ধ করে দিতে পারে।

নিশ্চিত হয়ে নিন যে আপনি যেখান থেকে ইন্টারনেট পাচ্ছেন, ঠিক সেই সোর্সটিই ড্রপডাউন মেনু থেকে সঠিকভাবে সিলেক্ট করেছেন। এই সেটিংসটি ঠিক থাকলে আপনার হটস্পট কানেকশন অনেক বেশি নির্ভরযোগ্য হবে এবং হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়া সমাধান হয়ে যাবে। সাথে কার্যকারিতা বৃদ্ধি পাবে বহুগুণে। আর আপনিও কোন রকম বিঘ্ন ছাড়া স্বাচ্ছন্দে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। 

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো সেটিংস থেকে 'Edit' বাটনে ক্লিক করে নেটওয়ার্ক নাম (SSID) এবং পাসওয়ার্ড পরিবর্তন করা যা অনেক সময় কানেকশন সমস্যা সমাধান করতে পারে। যদি আপনার পাসওয়ার্ড খুব বেশি জটিল হয় যেমন স্পেশাল ক্যারেক্টার থাকে, তবে কিছু ডিভাইস কানেক্ট হতে সমস্যা হয় এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সহজ কিন্তু শক্তিশালী একটি পাসওয়ার্ড ব্যবহার করুন এবং নেটওয়ার্ক নামটি ছোট রাখার চেষ্টা করুন যাতে করে ডিভাইসগুলো দ্রুত এটি খুঁজে পেয়ে সংযুক্ত হতে পারে। 

আপনি যদি ইথারনেট বা কেবল নেটওয়ার্ক ব্যবহার করে ইন্টারনেট শেয়ার করেন, তবে নিশ্চিত করুন যে আপনার কেবলের সংযোগটি যথেষ্ট স্ট্রং কিনা। কারণ সোর্স ইন্টারনেট চলে গেলে হটস্পট সাধারণত বন্ধ হয়ে যায়। অনেক সময় মেইন ইন্টারনেট কানেকশন কয়েক সেকেন্ডের জন্য চলে গেলেও উইন্ডোজ হটস্পটটি পুরোপুরি বন্ধ হয়ে যায় যা আবার ম্যানুয়ালি অন করতে হয়। এই সমস্যা এড়াতে একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ ব্যবহার করুন এবং নেটওয়ার্ক সেটিংস থেকে অটো-কানেক্ট অপশনটি অন করে রাখুন।

শেষ কথাঃ উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে

উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাচ্ছে এমন সমস্যা নিঃসন্দেহে বিরক্তিকর, তবে অবশ্যই এর সমাধান রয়েছে। সঠিক কারণ শনাক্ত করে ধাপে ধাপে সমাধান করতে সক্ষম হলে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। পাওয়ার সেটিংস মোড, নেটওয়ার্ক অ্যাডাপ্টার ড্রাইভার, নেটওয়ার্ক শেয়ারিং সার্ভিস, নেটওয়ার্ক কনফিগারেশন প্রভৃতি ঠিক রাখায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 

পরিশেষে বলা যায়, উইন্ডোজ ১০ এর মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়া সমস্যার সমাধান করা খুব কঠিন কোনো কাজ নয় যদি সঠিক পদ্ধতিগুলো আপনার জানা থাকে। নিয়মিত সিস্টেম মেইনটেন্যান্স ও সঠিকভাবে ব্যবহারই এই সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান। আশা করা যায়, উপরের গাইড ঠিকভাবে অনুসরণ করলে মোবাইল হটস্পট বারবার বন্ধ হয়ে যাওয়ার সমস্যা আর আপনার দৈনন্দিন কাজের বাধা হয়ে দাঁড়াবে না। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ইনফো নেস্ট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url